
নিজস্ব প্রতিবেদক ;
গত রবিবার (১৪ ফেব্রুয়ারী) সিলেটে আহলে হাদিস অনুসারীদের প্রখ্যাত আলেম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বিকেলে শায়েখের জন্মস্থল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাটে মানববন্ধন করেছে স্থানীয় আলেম, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা।
এসময় বক্তব্য রাখেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, শিক্ষক আবু বাক্কার, শফিকুল ইসলামসহ আলেমগণ।
সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে আহলে হাদিস নেতা, বাংলাদেশের সহিহ আকিদার অন্যতম আলেম ও ইসলামী বক্তা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িবহরে হামলা হয়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামবাজার আল ফুরকান মসজিদে জোহরের নামাজ আদায় করে সিলেটে ফেরার পথে হামলার শিকার হন।
মানববন্ধনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।