
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত
চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব
কুমার ভাট্টি।
বৃহস্পতিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন
করেন। এ সময় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুদ্দিনের
সভাপতিত্বে বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন,
চাঁপাইনবাবগঞ্জ-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ
শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইকবাল হোছাইন,
অফিসার-ইন-চার্জ (ওসি) ফরিদ হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম,
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিনোদপুর উচ্চ
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও
ফিতা কাটেন অতিথিবৃন্দ। এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি শিবগঞ্জ মডেল স্কুল ও একটি মন্দির পরিদর্শন করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।