
শনিবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে পালন করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃমনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোখলেসুর রহমান,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আজিমুল ইসলাম রিমন,সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি ফাইজার রহমান কনক,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম।