
নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে টাইম বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেলে শহরের বড়গাছা মহল্লার জনৈক খালেদুজ্জামান এর বাড়ির মেইন গেটের সামনে থেকে এই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জনৈক ব্যাক্তি ৯৯৯-এ কল করে নাটোর শহরের বড়গাছা কারবালা মোড়ের কাজী ট্রেডার্সের পাশে খালেকুজ্জামান এর বাড়ির গেটের সামনে বোমা সাদৃশ্য বস্তু দেখে ফোন দেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে লাল ক্রসটেপে মোড়ানো ৬” বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করেন।
সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, জনমনে আতংক সৃষ্টি করতে কেউ লাল ক্রস টেপে মুড়িয়ে বোমা সাদৃশ্য বস্তুটি ফেলে রেখে যায়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।