
বছর ঘুরে আমাদের মাঝে আবারো এসেছে পবিত্র ঈদুল আজহা। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতির মধ্য দিয়েই এবছর উৎযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীকে জানায়, পবিত্র ঈদুল আজহা’র অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। সকলের প্রতি অনুরোধ, সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উৎযাপন করুন। সামাজিক দুরত্ব মেনে চলুন ও ঘরে অবস্থান করুন, নিজে ও পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
অ্যাড. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগ।