
মোঃ ইমরান হাসান
নড়াইল জেলা প্রতিনিধি
পঁাচটাকার বিনিময়ে অসহায় শিশুদের হাতে বিভিন্ন ব্র্যান্ডের নতুন পোশাক তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ। নতুন পোশাক পেয়ে ভীষণ খুশি সবাই। তরুণ উদ্যোক্তা ও নড়াইল জেলা ছাত্রলীগ নেতা মির্জা গালিব সতেজের ইতিবাচক কর্মকান্ডে অনুপ্রাণিত অন্যরাও। অসহায় মানুষের জন্য আরো কাজ করে যেতে চান তরুণ এই নেতা। নড়াইল প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত…
পঁাচ (৫) টাকায় ঈদের নতুন পোশাক। তাও আবার শিশু-কিশোরদের জন্য। তাই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সকাল থেকেই শপিং সেন্টারের সামনে উপস্থিত শিশু-কিশোররা, সাথে অভিভাবকেরাও। শারীরিক দুরত্ব বজায় রেখে একে একে শপিং সেন্টারের ভেতরে এসে সাজিয়ে রাখা পছন্দের পোশাক কিনছে শিশুরা। কেউ পাঞ্জাবি, কেউ প্যান্ট, কেউবা শার্ট, আবার কেউবা মেয়েদের বিভিন্ন পোশাক। পঁাচ টাকার টোকেন জমা দিয়ে পছন্দের পোশাক পেয়ে ভীষণ খুশি তারা। (ভক্সপপ-০১ থেকে ০২)
তরুণ উদ্যোক্তা নড়াইল জেলা ছাত্রলীগের নেতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মির্জা গালিব সতেজসহ তার বন্ধুদের উদ্যোগে বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল শহরের মুস্তারী কমপ্লেক্স চত্বরে ১২৫জন শিশু-কিশোরের মাঝে এই পোশাক তুলে দেয়া হয়। মির্জা গালিব সতেজ বলেন, নিজেকে তুলে ধরা নয়। তার মতো তরুণদের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত করা, উবুদ্ধ করার জন্যই এ ধরণের উদ্যোগ তার। (ভক্সপপ-০৩-মির্জা গালিব সতেজ, শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)
২০১৭ সালের ফ্রেব্রুয়ারি থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন মির্জা গালিব সতেজসহ তার ১০ বন্ধু। পড়ালেখার টাকা জমিয়ে এবং পারিবারিক সহযোগিতায় অসহায় মানুষ ও ছিন্নমূল শিশুদের জন্য কাজ করছেন তারা। এরই ধারাবাহিকতায় করোনার শুরু থেকে ৫০০ শতাধিক অসহায় মানুষকে খাদ্যসামগ্রী প্রদান, বিনামূল্যে সবজি বাজার, গরিব কৃষকের বোরো ধানকর্তন, শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প, রোজায় ইফতার, গত ঈদুল ফিতরে ১০০ শিশুকে নতুন পোশাক, ২০০ শিশুর মাঝে গাছের চারা বিতরণ ও বাড়ি বাড়ি বৃক্ষরোপন, ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাউপকরণ বিতরণ এবং দু’টি এতিমখানায় মওসুমি ফল বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছেন সতেজসহ তার বন্ধুরা। #