
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া জামালপুরের সরিষাবাড়ী থানার টিকাপাড়া এলাকার গোলাপ হোসেন মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
শ্রীপুর থানার এসআই ইমরান শেখ জানান, দুলাল মিয়া কাজ করার এক পর্যায়ে সকাল দশটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
419300cookie-checkশ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু