নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে অনলাইনে কোরবানীর পশু বিক্রয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষ মত বিনিময় সভায় জানানো হয় ঈদুল আযহায় কোরবানীর পশু অনলাইনে বিক্রয়ের জন্য ১০ হাজার ৯০৬ টি গরু, মহিষ ৭৭১ টি, ছাগল ৩৫ হার ৩২২ টি ও ভেড়া ৪ হাজার ৯৩২ টি প্রস্ত্তত রয়েছে। উপজেলার বিভিন্ন খামারে দেশীয় খাদ্যে এ সকল গরু মোটাতাজাকরণ করা হয়। সম্পূর্ণ ভেজালমুক্ত গরু-ছাগল ও ভেড়া বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। অনলাইন ছাড়াও উপজেলার কাকনহাটে প্রতি বৃহস্পতিবার এবং মহিশালবাড়ীতে প্রতি রবিবার ও বুধবার পশু কেনা-বেচা হচ্ছে। কোরবানির বর্জ দ্রুত সময়ে অপসারন করার জন্য ইমামদের জুম্মায় মসজিদে খুৎবা দেওয়ার তাগিদ দেওয়া হয় এবং কোরবানির চামড়া যেন কালো বাজারি না হয় সে বিষয়ে তদারকি করা হয়। পশু হাটে যেন সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে পশু কেনার জন্য অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় গোদাগাড়ী উপজেলায় কোরবানীর পশুর বিবরণ তুলে ধরেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নার্গিস আকতার, ডা: আরিফুল ইসলাম। এ দিকে মত বিনিময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম কামারুজ্জামান বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।