তানোর (রাজশাহী) প্রতিনিধি : মিজানুর রহমান :
রাজশাহীর তানোরে কিংবদন্তী সংগীতশিল্পী এন্ডু কিশোরের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও বিদায়ী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় পৌরশহরের চাপড়া কেন্দ্রীয় মন্দিরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন যুব ঐক্য পরিষদের তানোর উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতেই নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। যুব ঐক্য পরিষদ তানোর উপজেলা শাখার সভাপতি বিশ্বজিত চৌধুরীর সভাপতিত্বে আলোচনা পর্বে ভিডিও কনফারেন্স মাধ্যমে কর্মসূচিতে যোগ দেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বলরাম বাহাদুর, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিল্লোল সরকার জানান, মোমবাতি প্রজ্বলন ও আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এখানে আমরা কিংবদন্তী সংগীতশিল্পী এন্ডু কিশোরের স্মরণ করতে অনলাইনের মাধ্যমে হলেও একত্রিত হয়েছি। তার আত্মা শান্তি খুঁজে পাক। স্বজনদের জন্য আমাদের গভীর সমবেদনা। এসময় যুব ঐক্য পরিষদ তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিজয় কুমার প্রামাণিকের সঞ্চালনায় এতে সংগঠনটির উপজেলা কমিটির সদস্য হারান দাস, পুলক দাস, সজীব সরকারসহ এন্ডু কিশোরের ভক্তরা উপস্থিত ছিলেন। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মরণঘাতী ক্যান্সারে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক এন্ডু কিশোর। দুই সন্তান অস্ট্রেলিয়া থেকে ফেরার পর ১৫ জুলাই বুধবার রাজশাহীতেই বরেণ্য এ শিল্পীকে সমাহিত করা হয়েছে।