
নড়াইল প্রতিনিধিঃ মেঃ ইমরান হাসান
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে তাসলীয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাসলীয়া জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামের মোঃ কামাল শরীফের মেয়ে।
আজ ২০ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাসলীয়ার মা ঘরের কাজ করতে ব্যস্ত থাকায় অজান্তেই বের হয়ে যায় ছোট্ট শিশুটি আধা ঘন্টা পরে তাসলীয়ার কথা তার মায়ের খেয়াল পড়লে চারিদিকে খোঁজাখঁুজি করে কোথা ও শিশুটিকে পাওয়া যায় না। মা না পেয়ে নদীর ঘাটে খুজতে যায়। যেয়ে নদীর পানিতে শিশুটির লাশ ভাসতে দেখতে পেয়ে অজ্ঞান হয়ে যায় পরে শিশুটির মা চিৎকার-চেঁচামেচি করে ওঠে। এতে গ্রামের লোকজন তার বাড়িতে আসে। উপস্থিত থাকা গ্রাম বাসি ও স্থানীয় লোকজন শিশুটির লাশ নদীর থেকে উদ্ধার করে। শিশুটির আর কোনদিন মায়ের বুকের দুধ পান করবে না মায়ের কোলে আর উঠবে না ভাই বোনের সাথে খেলা করবে না মায়ের এই করুন কান্না পুরা গ্রাম বাসিকে শোকাহত করেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।