
আমি নিম্ন স্বাক্ষরকারী নাদিম হোসেন এই মর্মে প্রতিবাদ করছি যে, গত
২৫/০৮/২০২০ইং তারিখ “কানসাট নিউজ টুয়েন্টি ফোর. কম” অনলাইন
পত্রিকা সহ বিভিন্ন গণ মাধ্যমে “শিবগন্জে সাংবাদিক পরিচয় দিয়ে মহিলা মেম্বার কে হুমকি থানায় জিডি ” নামক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা
বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার মূল বিষয় দূর্ণীতির অনিয়মের বিষয়ে তথ্য অনুসন্ধান করায় ৭১ বাংলা টিভি ও দৈনিক কালের ছবি পত্রিকার জেলা প্রতিনিধি নাদিম হোসেন এবং ভোলাহাট সংবাদের স্টাফ রিপোর্টার আলামিন আলীর বিরুদ্ধে কানাসাট ৭/৮/৯ ওয়ার্ডের ইউ পি সদস্যে ফেরদৌসী (বুচিয়া) মান হানিকর উদ্দেশ্যে থানায় জিডি করে ।
গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনিত
নাদিম হোসেন ,
আলামিন আলী