
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
কদমতলা পীর বাবার ঘাট ওরশ কমিটির আয়োজনে হযরত নাসিরুদ্দিন শাহনেকমর্দ্দন অলি (রা.) এর খানকা শরীফে প্রতি বছরের ন্যায় ৮, ৯ ও ১০ মহরম বাদ এশার ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারও সুষ্ঠু ভাবে রোববার দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয় ওরশ মাহফিল। পরে রাতের প্যাকেট খাবার দেয়া হয় মাহফিলে আগত সকলকে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজার কদমতলা পীর বাবার ঘাটে বাদ এশা অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, সাবেক পৌর সভার মেয়র মাওলানা আবদুল মতিন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. সামিউল হক লিটন। এ সময় ওরশ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে আশুরা উপলক্ষে পিটিআই পাড়ায় দুপুরের খাবার বিতরণ করা হয় সর্বস্তরের নেতাকর্মী ও মানুষের মাঝে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. সামিউল হক লিটন উপস্থিত থেকে খিচুড়ির প্যাকেটগুলো তুলে দেন।