
নিজস্ব প্রতিবেদক ঃ
অবশেষে এলিট ফোর্স র্র্যাবের হস্তক্ষেপে নিজ ঠিকানা ফিরে পেলেন বৃদ্ধা নুরজাহান (৭৫)। সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার আজমাল হোসেনের নেতৃত্বে একটি দল বৃদ্ধাকে মেয়ে-জামাইয়ের হেফাজতে দিয়ে আসেন।
‘চুরির মিথ্যে অভিযোগে বৃদ্ধাকে তাড়িয়ে দিল মেয়ে’ মর্মে বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশিত হবার পর র্র্যাব ৫ বিষয়টি আমলে নিয়ে বৃদ্ধাকে বাড়ীতে উঠিয়ে দিয়ে আসেন। বৃদ্ধার যাতে কোনরকম অসুবিধা না হয় সে বিষয়ে মেয়ে-জামাইকে অনুরোধ করেন আজমাল হোসেন।
এ বিষয়ে র্র্যাব ৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার আজমাল হোসেন বলেন, অনলাইনে নিউজটি দেখার পর র্র্যাব -৫, রাজশাহীর অধিনায়ক এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান আমাকে বিষয়টি দেখার নির্দেশ দেন। সেই মর্মে আমরা বৃদ্ধা মা নুরজাহানকে বাড়ীতে উঠিয়ে দিয়ে এসেছি। নুরজাহানের নাতি সেনা সদস্য মেরাজ তার দায়িত্ব নিয়েছে। পরবর্তীতে বৃদ্ধার বিষয়টি আমাদের নজরদারীতে থাকবে বলে জানান আজমাল হোসেন।